খােলাবাজার ২৪,মঙ্গলবার, ০৫ফেব্রুয়ারি ২০১৯ঃ হঠাৎ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে রওয়ানা হন তিনি। বিএনপির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সিঙ্গাপুর থেকে তার অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিবের বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।
বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান, চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় মেয়েকে দেখতে যাবেন। সেখান থেকে তার লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে। এরপর তিনি দেশে ফিরে আসবেন।