খােলাবাজার ২৪, বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ঃ গত বছরে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পেলেন ৫১৪ জন পুলিশ সদস্য।
পুলিশ সপ্তাহের তৃতীয় দিন বুধবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের ব্যাজ পরিয়ে দেন। এ সময় সারাদেশ থেকে আসা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এদিন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক দ্রব্য ও চোরাচালানের মালামাল উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিট এবং পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ ও শিল্ড প্যারেড প্রতিযোগিতা বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে `ক` গ্রুপে প্রথম হয় চট্টগ্রাম জেলা, `খ` গ্রুপে প্রথম হয় কক্সবাজার জেলা এবং `গ` গ্রুপে প্রথম হয় রাজবাড়ী জেলা। `ঘ` গ্রুপে বিভাগ ক্যাটাগরিতে র্যাব-৭ এবং `ঙ` গ্রুপে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রথম হয়।
মাদক দ্রব্য উদ্ধারে ছয় গ্রুপে প্রথম হয় যথাক্রমে চট্টগ্রাম মহানগর, কক্সবাজার জেলা, লালমনিরহাট জেলা, র্যাব-৭, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও হাইওয়ে পুলিশ।
চোরাচালানের মালামাল উদ্ধারে ছয় গ্রুপে প্রথম হয় যথাক্রমে চট্টগ্রাম মহানগর পুলিশ, যশোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৭, ঢাকা মহানগর পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন।