Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলাবাজার ২৪, বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ঃ কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রি ও বার্সেলোনা। ন্যু ক্যাম্পে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ফাইনালে যাওয়ার মিশনে দুই দলই এ ম্যাচে সেরাটা দিয়ে এগিয়ে যেতে চায়।

এল ক্ল্যাসিকো মানেই বাড়তি উম্মাদনা। ইনজুরির কারণে বছরের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে মেসির খেলা অনেকটাই অনিশ্চিত। ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচে পেশিতে টান লাগায় অনুশীলন করেননি এ আর্জেন্টাইন গ্রেট। এরপরও রিয়ালের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে। আর এল ক্ল্যাসিকোতে ৫-১ এর জয়ই প্রেরণা যোগাচ্ছে কাতালানদের।

এদিকে সোলারির অধীনে ছন্দে ফিরছে রিয়াল মাদ্রিদ। সবশেষ পাঁচ ম্যাচ জয়ের পথে রিয়াল গোল করেছে ১৬টি। আক্রমণে বেনজেমার সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের জুটিটাও বেশ জমেছে। প্রথম লেগ জিতে মৌসুমের প্রথম এলক্লাসিকো হারের প্রতিশোধ নিতে চায় ছয় মৌসুম পর কোপা দেল’রের সেমিতে ওঠা রিয়াল ।

দুই দলের ধ্রুপদী লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ২৮ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগের ম্যাচ।