Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আদর্শ শিক্ষক ছিলেন আজিজুল ইসলাম: ঢা‌বি ভি‌সি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ব‌লে‌ছেন, ‘একজন আদর্শ শিক্ষক বলতে যা বুঝানো হয় তাই ছিলেন আজিজুল ইসলাম। ‌তি‌নি স্বল্পভাষী, সদালাপী, স্বার্থহীন মানুষ ছি‌লেন ‘

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজনে শিক্ষক আন্দোলনের প্রাণপুরুষ প্রয়াত আজিজুল ইসলাম এর স্মরণসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আখতারুজ্জামান বলেন, ‘আজিজুল ইসলাম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত সাহসী মানুষ। ব্যক্তি জীবনেরও সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন। স্বল্পভাষী, সদালাপী, স্বার্থহীন মানুষ ছি‌লেন। ‌তি‌নি শিক্ষকদের দাবি আদায় আন্দোলনের প্রাণপুরুষ ছি‌লেন।’

‌তি‌নি আরও ব‌লেন, ‘আ‌জিজুল শিক্ষক‌দের দা‌বি আদা‌য়ে কঠোর পরিশ্রম ক‌রে‌ছে তার ফলশ্রুতি‌তে শিক্ষক‌দের আজ উন্নত স্বাধন হ‌য়ে‌ছে ।’

শিক্ষক আন্দোল‌নে প্রয়াত মোহাম্মাদ আজিজুল ইসলা‌মের অন্যতম সহ‌যোদ্ধা কাজী ফারুক আহমেদের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- এম এ সাত্তার, গোলাম রাব্বানীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক সমিতির সদস্যবৃন্দ।

উল্লেখ, আজিজুল ইসলামের সর্বশেষ কর্মস্হল ‌ছি‌লো ঢাকা মহানগরীর কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চ বিদ্যালয় যা বর্তমানে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।