Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ঃ  রিয়েলিটি শো’র ভয়ানক সত্য ফাঁস করলেন কোনাল!  চ্যানেল আইয়ে শিশুদের রিয়েলিটি শো ‘গানের রাজা’ রিয়েলিটি শোতে অনিয়মের অভিযোগে বিচারকের আসন থেকে সরে দাঁড়িয়েছেন তরুণ কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল।

বিচারের রায় উপেক্ষা ও শিশুদের গান নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে এই অনুষ্ঠান থেকে সরে যান তিনি। ফলে ‘গানের রাজা’র পরের পর্বগুলোয় আর দেখা যাবে না কোনালকে।

এ বিষয়ে কোনাল বলেন, ‘এই অনুষ্ঠানে স্বাভাবিকভাবে বিচারকাজ চালানো যাচ্ছিল না। অনুষ্ঠান টিম শুরু থেকেই এ কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। শুরুতে ছোটখাটো অনেক ব্যাপার মেনে নিয়েছি। পরে দেখলাম শিশুদের গান বাছাই করার ক্ষেত্রে অনিয়ম করছেন তারা। দেখা গেছে, বিচারকাজে তারা যে সিদ্ধান্ত দিচ্ছেন, সেটাও মেনে নিতে হচ্ছে। তাহলে আর বিচারক থেকে লাভ কী?’

অনিয়মের বিষয়ে কোনাল বলেন, ‘মারাত্মক অনিয়ম হচ্ছে সেখানে। আমাদের সময়ে ৪০ শতাংশ ভোট দিতেন দর্শক। এখানে সেই সুযোগ নেই। এখন সবকিছু নির্ধারণ করেন প্রযোজক। একজন বিচারক বা দর্শক কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেন না।’

অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ‘গানের রাজা’র পরিচালক তাহের শিপন বলেন, ‘প্রতিযোগিতার বিচারক কোনাল ও ইমরানের নম্বরের ভিত্তিতেই প্রতিযোগীদের বিচার করা হয়েছে। তাদের সই করা নম্বরপত্র আমাদের কাছে আছে। চাইলে আমরা সেটা দেখাতেও পারব।’

এই অনুষ্ঠান থেকে কোনালেররে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘পারস্পরিক বোঝাপড়ার কিছু বিষয় থাকে। সে রকম একটা ঘটনার জেরে তিনি চলে গেছেন।

অন্যরকম