Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
দিনের শুরুতেই রাজধানীতে ঝরলো প্রাণ

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪ ফেব্রুয়ারি ২০১৯ঃ রাজধানীতে দিনের শুরুতেই সড়ক দুর্ঘটনায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। হাতিরঝিলের আবুল হোটেলের সামনের রাস্তায় ট্রাক ও পিকআপের সংঘর্ষ অজ্ঞাতপরিচয়ের এই পথচারী নিহত হোন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তি পথচারী, তিনি ট্রাকে না পিকআপভ্যানে ছিলেন তাও এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থলে একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ভ্যানচালক কিনা সেটাও জানা যায়নি। তবে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি কর্মকর্তা কামরুল হাসান  জানান, আবুল হোটেলের সামনে দুর্ঘটনার সংবাদ শুনেই ফায়ারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। গাড়ির ভেতরে আটকা আহতদের পড়া তাদেরকে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয়।