খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪ ফেব্রুয়ারি ২০১৯ঃ সম্প্রতি যমুনা ব্যাংক ও স্কয়ার হাসপাতাল লি: ঢাকা- এর মধ্যে কর্পোরেট বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
স্কয়ার হাসপাতাল-এর প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংক এর উপ- ব্যাবস্থাপনা পরিচালক জনাব এ. কে. এম. সাইফুদ্দীন আহমেদ ও হাসপাতালের সিএও জনাব এসাম ইবনে ইউসুফ সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত করেন।
এ চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সকল কর্মকর্তা ও ডেবিট এবং ক্রেডিট কার্ড হোল্ডাররা হাসপাতালে চিকিৎসা ও অন্যান্য সেবা স্পেশাল প্যাকেজ ও কিস্তি সুবিধা গ্রহন করতে পারবেন। উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ও স্কয়ার হাসপাতাল -এর উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।