খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪ ফেব্রুয়ারি ২০১৯ঃ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ৪টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নেভানোর কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলেও জানান মো. রাসেল।