Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার ২৪,শুক্রবার,১৫ ফেব্রুয়ারি ২০১৯ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একেবারে শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অসৎ উদ্দেশ্য নিয়ে ভোটে অংশগ্রহণ করেছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর: বাসস।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনা বৃহস্পতিবার প্রথম বিদেশ সফরে জার্মান গেছেন। দেশটির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু, তারা জানতো তাদের জনপ্রিয়তায় ধস নেমেছিল, নির্বাচনে জয়ের কোনো সম্ভবনা নেই। তাই তারা সব সময় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে।’

একাদশ সাধারণ নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৮টি আসনে জিতেছে। সেই নির্বাচনের স্বীকৃতি সম্পর্কে কেউ প্রশ্ন তোলেনি।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৮ এর চেয়েও ভাল ফলাফলের আশা তারা কীভাবে করে? গত কয়েক বছরে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে বিএনপি রাজনৈতিক আন্দোলনের নামে দেশজুড়ে যে সব সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছিল, জনগণ তা ভুলে যায়নি।’

তিনি বলেন, ‘বিএনপি পরাজয়ের বিষয়টি আঁচ করতে পেরেছিল। তারা নির্বাচনে জয়লাভের জন্য আন্তরিক ছিল না। তাই হেরেছে, এটাই বাস্তবতা।’

সরকারপ্রধান বলেন, ‘খালেদা জিয়া এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তার ছেলে তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান মামলার পাশাপাশি গ্রেনেড হামলা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। সুতরাং, বড় প্রশ্ন হচ্ছে, নির্বাচনে কেন মানুষ তাদের ভোট দেবে?’

তিনি আরও বলেন, ‘এছাড়া বিএনপি তাদের দলীয় নির্বাচনী প্রতীক ধানের শীষে জামায়াত-শিবিরের নেতাকর্মীকে প্রার্থী হিসেবে ভোট করতে দেয়ায় জনসমর্থন হারিয়েছে এবং এটিও তাদের পরাজয়ের জন্য অন্যতম প্রধান কারণ।’