খােলাবাজার ২৪,শুক্রবার,১৫ ফেব্রুয়ারি ২০১৯,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে চান মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার, তিনি পিরোজপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী সিকদার পরিবারে ১৯৭২ সালের ০৯ নভেম্বরে জন্মগ্রহন করেন। তার পিতা, বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ রহমান সিকদার।
তিনি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। (১৯৯১-১৯৯৬) সালে পিরোজপুর সদর উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সসম্পাদক, (১৯৯২-১৯৯৩) সালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের জি এস, (১৯৯৩-১৯৯৪) সালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভি পি, (১৯৯৬-১৯৯৯) সালে পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ২০০১ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এবং (১৯৯৯-২০০৩) সালে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এই মেধাবী ছাত্রনেতা খোলাবাজার২৪ডট কমকে বলেন, আমাকে দীর্ঘ ১১ বছর স্থানীয় গ্রুপিং রাজনীতির কারনে জেলায় কোন কমিটিতে রাখা হয়নি।পিরোজপুর জেলায় আমার রয়েছে বিশাল কর্মী বাহিনী। আমার পারিবারিক ঐতিহ্যর কারনে এবং আমার নিজের রাজনৈতিক কারনে পিরোজপুর সদরে আমার গ্রহনযোগ্যতা রয়েছে সর্বস্তরের মানুষের কাছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে মাঠে নেমেছি।নেতাকর্মীদের সহযোগীতা কামনা করছি। আমি উপজেলার বিভিন্ন স্থানে জনসমার্থন অর্জনে মতবিনিময় করছি।দল আমাকে পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে যদি নমিনেশন দেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী দেশ পরিচালনার জন্য যে রূপরেখা দিয়েছেন আমিতা পালন করবো এবং বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বাংলাদেশ আওয়ামীলীগের নীতি অনুসরণ করে পিরোজপুর সদর উপজেলাকে একটি আধুনিক সহর হিসেবে গড়ে তুলবো।