Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আ.লীগ নেতা মমতাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খােলাবাজার ২৪, রবিবার ,১৭ ফেব্রুয়ারি ২০১৯ঃ  বগুড়ায় বীরমুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা সভাপতি মমতাজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে রবিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে মমতাজ ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি গত ৪ ফেব্রুয়ারি ভারতে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি গত ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে অসুস্থতাবোধ করলে তাকে বগুড়া ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।