Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৯ ফেব্রুয়ারি ২০১৯ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ( ১৯ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয় রোডের পেটকাটা ডহর নামক এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-  দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামের মাছের উদ্দিনের ছেলে মোফাজ্জেল হোসেন মোফা(৪২) ও একই উপজেলার কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মহাবুল (৪০)।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে পুলিশের কাছে খবর আসে দৌলতপুর উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া রোডের পেটকাটা ডহর নামক এলাকায় ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন সংবাদের ভিত্তিতে সোয়া ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোঁড়ে।
এসময় দুই পুলিশ সদস্য আহত হন।

তিনি জানান, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে দুইজনকে পড়ে থাকতে পুলিশ তাৎক্ষণিক তাদের ৫০ শয্যা বিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আহত দুই পুলিশ সদস্যকে ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৪ রাউন্ড গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানা যায়, নিহত দুইজনই ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে।