খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৯ ফেব্রুয়ারি ২০১৯ঃ নরসিংদী সদর উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও সমিতির বার্ষিক সাধারণ সভা গত ১৬/০২/২০১৯ ইং তারিখে ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবন (ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
সমিতির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাননীয় সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি উক্ত সভায় সভাপতিত্ব করেন । সমিতি কর্তৃক ৯৪ জন ছাত্র-ছাত্রী প্রত্যেককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ৪,৭৫,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট জনাব এম কামরুল হক সিদ্দিকী ও বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও নরসিংদী সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বার্ষিক সাধারণ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাননীয় সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসিকে সভাপতি ও কর অঞ্চল-২, ঢাকার কর কমিশনার জনাব ড. সামস্ উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে সমিতির ৩১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
নরসিংদী সদর উপজেলা জনকল্যাণ সমিতি নরসিংদী সদরের উন্নয়ন মূলক কাজ যেমন- মেধাবী ও দারিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান সহ বৃক্ষরোপন, চক্ষু শিবির, বন্যায় দূর্গত মানুষকে সাহায্য প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে প্রায় ৩৫ বৎসর যাবৎ এবং নরসিংদী সদর উপজেলার উন্নয়নে ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।