Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সাব্বির-সাইফউদ্দিনের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

খােলাবাজার ২৪, বুধবার ,২০ ফেব্রুয়ারি ২০১৯ঃ  নিউজিল্যান্ডের দেয়া ৩৩১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারে ১৩৬ রান করেছে সফরকারীরা। সাব্বির রহমান ৫৩ ও সাইফউদ্দিন ৩৪ রানে ক্রিজে রয়েছেন। তাদের জুটি থেকে এখন পর্যন্ত ৭৫ রান এসেছে। সবশেষ সাজঘরে ফিরে গেছেন মাহমুদউল্লাহ।  ব্যক্তিগত ১৬ রানে গ্রান্ডহোমের বলে মুনরোর হাতে ক্যাচ তুলে দেন তিনি।

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে যায় টাইগাররা। ইনিংসের দ্বিতীয় বলেই টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। ইনিংসের চতুর্থ বলে তাকেও নিজের শিকারে পরিণত করেন টিম সাউদি। সৌম্যকে পরিষ্কার বোল্ড করেন তিনি। তামিমের মতো সৌম্যও রানের খাতা খুলতে পারেননি।

তামিম ও সৌম্যকে হারিয়ে বাংলাদেশ যখন এলোমেলো তখন আবারও উইকেট তুলে নেন সাউদি। এবার তার শিকার লিটন দাস। ১ রান করা লিটকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

এরপর দলীয় ৪০ রানের মাথায় মুশফিক (১৭) ও ৬১ রানের মাথায় মাহমুদউল্লাহ রিয়াদ (১৬) আউট হয়ে যান।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট ৩৩০ রান করেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেছেন রস টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেছেন নিকোলাস।

বল হাতে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছে মুস্তাফিজুর রহমান। এছাড়া মাশরাফি, মিরাজ, সাইফউদ্দিন, রুবেল একটি করে উইকেট নিয়েছেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ডানেডিনে শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আগের দুই ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা মোহাম্মদ মিঠুন খেলতে পারেনি আজ। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। তার বদলে পেসার রুবেল হোসেনকে দলে নিয়েছে সফরকারীরা।

অন্যদিকে, তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে স্বাগতিকরা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, টড অ্যাস্টল ও হেনরি নিকোলাসকে ছাড়াই আজ মাঠে নামছে কিউইরা। তাদের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন স্যান্টনার, কলিন মুনরো, টিম সাউদি। কিউইদের প্রতিনিধিত্ব করছেন টম লাথাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম , মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, টম লাথাম(অধিনায়ক), রস টেলর, জিমি নিশাম, স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও টিম সাউদি।