পাঁচ ধারের দুই ধাপে তথা প্রথম ও দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৩৩ জন একক প্রার্থী পাওয়া গেছে। এই ৩৩ জনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ, আর দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোটগ্রহণ ১৮ মার্চ। প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ শেষ হলেও দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ফলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা ৩৩ জনের চেয়ে বাড়তেও পারে।
নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান সাংবাদিকদের জানান, প্রথম ধাপে ৮ জন এবং দ্বিতীয় ধাপে ২৫ জন একক প্রার্থী রয়েছেন। বাছাই শেষে বৈধ প্রার্থী হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
প্রার্থিতা প্রত্যাহারের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আভাসও দেন তিনি।