Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,২১ ফেব্রুয়ারি ২০১৯ঃ

একুশ আমার সত্ত্বার চেতনার
একুশ আমার ভাষার অহংকার।
একুশ আমার নয় মাথা নোয়াবার
একুশ আমার স্ব-নামে দাড়াবার।
একুশ আমার শহীদ ভাইদের স্মরণের
একুশ আমার ইতিহাস রঞ্জিত রক্তের।
একুশ আমার বায়ান্নর ভাষা আন্দোলন
একুশ আমার অস্তিত্বের শিকড়ের কাহন।
একুশ আমার বি-ন¤্র শ্রদ্ধা-সম্মান প্রদর্শনের
একুশ আমার আমারী থাকবে অম্লান চিরদিনের।
একুশ আমার নয় ভয়-ভীতি, অনুশোচনা
একুশ আমার অধিকার আদায়ের অনুপ্রেরণা।
একুশ আমার সালাম,বরকত,রফিক,শফিক,জব্বার
কিশোর ওহিউল্লাহ আরো কতো নাম অজানা।
…………
ভাই,আমরা তোমাদের কখনই ভূলে যাবোনা।

লেখকঃ মোঃ মিজানুর রহমান -লেখক, সাংবাদিক ও কলামিস্ট।

অন্যরকম