খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,২১ ফেব্রুয়ারি ২০১৯ঃ রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের, ‘একুশের প্রহরে পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তা অন্তত হৃদয়বিদারক। এটি মেনে নেয়া কঠিন। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে, থাকব। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে, ক্ষতিপূরণ দেবে।’
তিনি বলেন, ‘এ ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক।
আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।