এসময় গান শুনে অনেকেই প্রশংসা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও তাকে ধন্যবাদ জানান।
তার এই গানে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি। তবে গান গাওয়ার আগে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন ও তার এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নিজ এলাকায় (মানিকগঞ্জ-২) মেট্রোরেল, গ্যাস সরবরাহ ও শিল্পনগরী হিসেবে ঘোষণার দাবি জানান। এ ছাড়া তার নির্বাচনী এলাকাকে উপশহর করার দাবি করেন।
বক্তৃতার শেষ পর্যায়ে মমতাজ বলেন, স্পিকার যেহেতু আমি একজন শিল্পী। পাশাপাশি মানুষের সেবা করি, তাই সংসদে একটি গানের অংশ শোনাতে চাই। এরপর তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নিজের একটি গানের কয়েক লাইন সুর করে শোনান তিনি।