Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২৬ফেব্রুয়ারি ২০১৯ঃপ্রাইম ব্যাংক সম্প্রতি প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা দিতে অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই-a2i) -এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আরশাদ হোসেন ও এটুআই-(a2i) প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মোস্তাফিজুর রহমান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক জনসাধারণকে আর্থিক সেবা দেয়ার জন্য এটুআই প্রকল্প থেকে সমস্ত প্রযুক্তিগত সহায়তা পাবে। এসময় প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং এর প্রধান শামস আব্দুল্লাহ মোহাইমীন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।