মানববন্ধনে কলেজের ইংরেজি বিভাগের ৩ বর্ষের ছাত্র এস এম সোহেল বলেন, আমাদের কলেজে পাঠদানের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই, যার জন্য অনেক সময় সিডিউল ক্লাস থাকাতেও ক্লাস করা সম্ভব হয় না। শিক্ষার্থীদের পড়ার জন্য জরাজীর্ণ একটি লাইব্রেরি আছে। যেটা অনেকটাই পড়ার অনুপোযোগী।
তাছাড়া শিক্ষার্থীদের থাকার জন্য হল নেই, যাতায়াতের জন্য বাস নেই। অথচ সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে আমাদের এগুলো পাওয়ার কথা ছিলো।
সোহেল আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি একজন মানবতা দরদী ও শিক্ষা অনুরাগী মানুষ। শিক্ষার্থীদের কষ্ট আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। তাই আমাদের সাত দফা দাবি পূরণে আপনার সুদৃষ্টি কামনা করছি।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়শা মনি বলেন, আমাদের অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে কলেজে পড়তে আসে। অনেক সময় সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারি না জ্যামের কারণে। যদি কলেজটিতে একটি হলের ব্যবস্থা এবং যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করা হয় তবে সেটা দূর-দূরান্তের সকল শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়।
শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হলো-কলেজের জায়গা বৃদ্ধিকরণ, ডি আই টি মার্কেটে হল তৈরি করা, যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা, পর্যাপ্ত ক্লাস রুম ব্যবস্তা করা, কলেজে খেলার মাঠ চাই, লাইব্রেরির সংস্কার এবং ক্যাম্পাসে ক্যান্টিনের ব্যবস্থা করা।
মানববন্ধনে কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।