Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,২৭ফেব্রুয়ারি ২০১৯ঃ  ‘বিশ^ব্যাপী অভিবাসন’ শীর্ষক ন্যাসপা (নেটওয়ার্ক অব স্কুলস অব পাবলিক পলিসি, অ্যাফেয়ার্স এন্ড এডমিনিস্ট্রেশন) ব্যাটেন ইন্টারন্যাশনাল পলিসি সিমুলেশন প্রতিযোগিতা নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ে গত ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ইংতারিখে অনুষ্ঠিত হয়। ৪টি দেশ (ভারত, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ) থেকে আগত ৮টি বিশ^বিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থীর ৮টি দল পলিসি/নীতিমালা তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

২০১৩-১৪ সেশনের ৮ম ব্যাচ থেকে মারিয়া মারজুকা, মোস্তফা ফেরদৌস হাসান, ওয়াসেক বিল্লাহ, রবিউল ইসলাম এবং সায়মা রহমান ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রতিনিধিত্ব করে বিজয় লাভ করে। পুরো প্রতিযোগিতায় সহযোগিতা এবং অনুপ্রেরণা দানের জন্য তারা শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড: মোবাশে^র মোনেম, দলের দায়িত্বে নিয়োজিত প্রফেসর ড:  সৈয়দা লাসনা কবির এবংপ্রখ্যাত প্রফেসর  ড: সালাহ্উদ্দিন এম. আমিনুজ্জামান-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগীগণ একটি কাল্পনিক বিশে^র অংশ হিসেবেএকটি দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন রত অবস্থায় উক্ত দেশটির‘অভিবাসন সমস্যা’ ও সামাজিক পরিবেশে তাদের অন্তর্ভূক্তি করণ শীর্ষক নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতাটি ন্যাসপা ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার ফ্রাঙ্ক ব্যাটেন স্কুলএর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাসপা-এরডিরেক্টর অব মেম্বারশিপ ডেভিড গিয়াস উদ্দিন আহসান, নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেন-এর প্রফেসর  ড:  ইশতিয়াক জামিল, নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের এমপিপিজি  প্রোগ্রাম ডিরেক্টর ড: এম তৌফিক এম  হক এবং উক্ত প্রোগ্রামের উপদেষ্টা প্রফেসর ড: সালাহ্উদ্দিন এম. আমিনুজ্জামান। প্রতিযোগিতা শেষে তারা ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিজয়ী প্রতিনিধিদের মধ্যে ‘রিজিওনাল চ্যাম্পিয়ন’ মেডেল বিতরণ করেন।