সকালে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টা পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম পাওয়া গেছে। কিছু কেন্দ্রে দুই-একজন ভোটার পাওয়া গেলেও অধিকাংশ কেন্দ্রই ভোটার শূন্য।
বেশিরভাগ কেন্দ্রের সামনেই প্রার্থী ও কর্মী-সমর্থক ছাড়া ভোটার নেই বললেই চলে। মাঝে মধ্যে দুই-একজন করে ভোটার আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যাই বেশি। বৃহস্পতিবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়, তেঁজগাও বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে দক্ষিণের সিটির সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদের নির্বাচনের ভোট কেন্দ্র কিছু সংখ্যক ভোটার দেখা গেছে। তবে সংখ্যাতে অনেক কম।
ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৩৮২ জন। এর মধ্যে মেয়র উত্তরের পদে ৫ জন। দুই সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে মোট প্রার্থীর সংখ্যা ৩১০ জন। উত্তর ও দক্ষিণ সিটিতে ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল পদে প্রার্থীর সংখ্যা ৬৯ জন।
এর মধ্যে ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১৬ জন, সমসংখ্যক ওয়ার্ডে ডিএসসিসি’র সাধারণ কাউন্সিলর প্রার্থী ১২৫ জন। অন্যদিকে ডিএনসিসি’র ৬টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৫ জন এবং ডিএসসিসিতে ২৪ জন।