খােলাবাজার ২৪,শুক্রবার, ১ মার্চ ২০১৯ঃ হ্যামিল্টন টেস্টে এরই মধ্যে কোণঠাসা অবস্থায় আছে বাংলাদেশ। ব্যাট হাতে যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বল হাতেও তেমনি নির্বিষ আবু জায়েদ রাহী-খালেদ আহমেদরা।
রাহী, খালেদ ও এবাদত হোসেন—বাংলাদেশের এই তিন পেসারের টেস্ট খেলার মোট অভিজ্ঞতা ৪টি। রাহী ৩টি টেস্ট খেলেছেন এর আগে। খালেদ একটি। আর এবাদতের তো অভিষেকই হল। দলে মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ বোলার কেন এমন অনভিজ্ঞ একটি বোলিং আক্রমণ সাজাল বাংলাদেশ?
এর উত্তরে বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কথারই প্রতিধ্বনি করলেন প্রধান কোচ স্টিভ রোডস। টেস্ট শুরুর আগে ওয়ালশ জানিয়েছিলেন, চোটমুক্ত ও সতেজ রাখতে তার সেরা অস্ত্র মোস্তাফিজকে পুরো তিন ম্যাচেই খেলানোর পক্ষে নন তিনি।
দ্বিতীয় দিন শেষে মোস্তাফিজকে হ্যামিল্টনে না খেলানোর পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে ওয়লশের সুরেই কথা বললেন রোডস, ‘ব্যাক টু ব্যাক টেস্ট খেলা তার জন্য বেশ কঠিন। তার কাছ থেকে সেরাটা পাওয়ার জন্য তাকে চাঙ্গা রাখতে হয়। আর সামনের টেস্টে সে তো মাঠে নামছেই।’
প্রথম টেস্ট না খেলিয়ে ওয়েলিংটনে মোস্তাফিজকে নামানোর ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের কোচ, ‘তাকে ওয়েলিংটনে খেলানোর একটা কারণ হচ্ছে, সেখানে প্রচুর বাতাসের মুখোমুখি হতে হবে। বাতাসে সে আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে তার অনেক দায়িত্ব। তাই এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।’