Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ঢাকা হাফ ম্যারাথন অনু‌ষ্ঠিত হ‌বে ১৫ মার্চ

খােলাবাজার ২৪, সোমবার, ০৪ মার্চ২০১৯ঃ রাজধানী ঢাকাকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরতে এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা হাফ ম্যারাথন ২০১৯’। আগামী ১৫ মার্চ রাজধানীর হাতিরঝিল এলাকায় অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। ‘ঢাকা রান লর্ডস’ ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে বাংলাদেশসহ বিশ্বের ৩০ টা দেশ অংশগ্রহণ করবে।

সোমবার (৪ মার্চ) রাজধানীর প্রেসক্লাবে ঢাকা রান লর্ডস ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারা বিশ্বে এই ধরনের ম্যারাথন প্রতিযোগিতা অনেক জনপ্রিয়। সবাই এই ইভেন্টে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে থাকে, যেমন লন্ডন ম্যারাথন, সিডনি ম্যারাথন, নিউইয়র্ক ম্যারাথন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঢাকা ম্যারাথন-২০১৯।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেন, ‘পর্যটন এখন একটা বিশাল ক্ষেত্র। পৃথিবীতে এমন কোনো আ্যক্টিভিটি নেই যেখানে পর্যটন যায় না। আমরা দেখতে পাই স্পোর্টস পর্যটন, যেমন আগামী ওয়ার্ল্ড কাপ লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেইখানে পৃথিবীর সব দেশ থেকে কোটি কোটি মানুষ সেখানে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এমন একটা উদ্যোগ নিয়ে আমি আশাবাদী। আমি বলতে চাই ঢাকা ম্যারাথন একদিন বিশ্বের মধ্যে জায়গা করে নিবে লন্ডন, সিডনি, নিউইয়র্ক ম্যারাথনের মত। আর এই ব্যাপারে বাংলাদেশ পর্যটন করপোরেশন যে কোনো সহযোগিতা প্রদানে এগিয়ে আসবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন,  ঢাকা হাফ ম্যারাথনের রেইস ডিরেক্টর আফনান আহমেদ, এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের সিইও সুদারহান রেড্ডি, নাভানা ফুডস লিমিটেডের প্রধান পরিচালক মুর্শেদ এলাহি, নেসলে বাংলাদেশ লিমিটেডের  কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার ফারাহ শারমিন প্রমুখ।