খােলাবাজার ২৪,মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯ঃ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিয়েছেন ভিসি ওয়াহিদুজ্জামান।
ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দ্বিতীয় তলার ১০৩/ডি কক্ষে এ পরীক্ষা নেয়া হয়।
এর আগে নোবিপ্রবির ফার্মাসি বিভাগের প্রভাষক পদে নিয়োগের লিখিত ও ভাইভা পরীক্ষা ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দ্বিতীয় তলার ১০৩/ডি কক্ষে হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের বরাতে সব প্রার্থীদের এসএমএস দেয়া হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সেখানে পরীক্ষা নেয়া হয়।
জানা গেছে, আইইআরের অধ্যাপক ওয়াহিদুজ্জামান নোবিপ্রবির ভিসি হওয়ার পর থেকে নানা সময়েই নিজ প্রতিষ্ঠানে কার্যক্রম না করে ঢাবিতে তাদের নিয়োগ পরীক্ষা নিয়েছেন।
প্রার্থীদের অভিযোগ, এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আরেক বিশ্ববিদ্যালয়ে নেয়া নজিরবিহীন। এতে নানা ভোগান্তি পোহাতে হয়।
যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওয়াহিদুজ্জামানের দুটো মুঠেফোনে একাধিকবার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।