Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার, ৬ মার্চ ২০১৯ঃ মন খারাপের বাগানে অপেক্ষার ধূসর গোলাপে কাঁটা নেই, বসন্তের মাতাল হাওয়া আছে, বেদনার সুবাসে শুধু মনটা ভালো নেই।কোনো এক চঞ্চল সময়ে স্মৃতির ফুলদানিতে ভালোবাসার সুবাস ধরে সাজিয়ে দিয়েছিলে।
সময় আরো হাতছানি দিয়ে ডেকেছে সাথে নিয়ে যাবার, চঞ্চলতা উষ্নতার সাথী হবার, যাইনি বলে ভালো লাগা ফুলের পাপড়ি আজও বেদনার গন্ধ ভরা।বাসি বলে দুরন্ত গতিতে অপেক্ষার স্থীর সময়ে আজও তাই এলো মেলো ঘড়ির কাঁটার চলাফেরা।

চাই শুধু আকাশ হতে
আমি তো খুব বেশি কিছু চাইনি। শুধু চেয়েছি তোর আকাশ হতে। কিন্তু কীভাবে? আচ্ছা! বলতে পারো ? মানুষ যা চায়, তা কেন পায় না? আর কিছু তো আমি চাই না। চাই শুধু তোর আকাশ হতে চাই।
মনের কথা বলার আর যে মাধ্যম পাই না। তাই এখানে লিখতে হলো।
তোর বন্দু


আর পারছি না

জীবনের কঠিন পথে একা চলতে চলতে তোকে হঠাৎ দেখে থমকে দাঁড়িয়েছিলাম। জানি না নিজের অজান্তে তোকে কখন ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার এ ভালোবাসার কি কোনো দাম আছে তোকে কাছে? তুই তো আমাকে একটুর জন্যও বুঝতে চাও না। হয়তো তোর থেকে আমি ১০০ গুন খারাফ বলে। তাই বলে  কি ভালোবাসবে না? তোর ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা। সে কথা আমি জানি। তোকে আমি যখন অন্য ছেলের সঙ্গে ঘুরতে, সেলফি তুলতে দেখি, তখন বুকফাটা আর্তনাদে আমার শরীরের মন রক্তাক্ত হয়ে যায়। সত্যি আমি আর পারছি না শিরিন।
দেবব্রত

..ভালোবাসাটা না হয় একতরফাই থাকুক
জানি, হঠাৎ করে বলে ফেলা আমার মনের কথা তোর মনে জায়গা করে নেয়নি। তাতে কী, আমার ভালোবাসাটা না হয় একতরফাই থাকুক। কত হতভাগা আছে, যারা আড়ালে সারাজীবন ভালোবেসে যায় অথচ মুখ ফুটে কিছু বলতেই পারে না। নিজেকে সান্ত্বনা দিই এই বলে, আমি তো তোর সামনে দাঁড়িয়ে বলতে পেরেছি ‘ভালোবাসি তোমায়’। আর আজও বললাম, ‘যত দিন এ হৃদয়ে স্পন্দন থাকবে, তত দিন ভালোবেসে যাব তোকে, শুধু তোকেই রেখা।’
হাসান


প্রিয় শুভ্র

জানি না, কেন এমনটা করলি আক্তার। হয়তো তোর যোগ্য নই আমি। কিন্তু এতটাই কি ফেলনা ছিলাম? তুই জানিস আমি কী রকম। আর এটাও জানিস যে কতটা ভালোবেসেছিলাম তোকে। তারই যোগ্য প্রত্যুত্তর দিলি? যা–ই হোক, তুই ভালো থাক, এটাই সব সময় চাই। হয়তো আজও ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম… আর কাউকে কাঁদাস না রে। নইলে পৃথিবী থেকে চিরকালের জন্য ‘সত্যিকারের ভালোবাসা’ হারিয়ে ফেললি !
নাম প্রকাশে অনিচ্ছুক
দেবপাহাড়, চট্টগ্রাম।


বল, আসবি?

অনেকটা না পাওয়ার আশা নিয়েই ভালোবেসেছিলাম তোকে। তোকে পাব সেই আশা ছিল অনেক। তবে না পাওয়ার আশঙ্কা তাড়া করত আমায় সারাক্ষণ। তবু আমার ভালোবাসার অকৃত্রিম টানে অবশেষে তোকে পেয়েই বসেছিলাম। কিন্তু পাওয়াটা হয়েছিল একেবারে অন্তিমলগ্নে। তখন না  পেরেছিলাম তোকে ধরতে, না পেরেছিলাম একেবারে ছাড়তে। ভাবতেই কষ্ট লাগে যে আমার ভালোবাসাটাকে আটকানোর কোনো চেষ্টাও আমি করতে পারিনি। সেই সামর্থ্য আমার ছিল না, এখনো নেই আমার দুই বিয়ে বলে। অবশেষে তুই আমাকে ছেড়ে চলেই গেলি। শুধু দিয়ে গেলি একগুচ্ছ ব্যর্থতার গ্লানি আর দুঃখভরা কিছু মধুময় স্মৃতি। কিন্তু বিশ্বাস কর, আমি সেই ব্যর্থ হৃদয় নিয়ে এখনো আছি তোর ফেরার অপেক্ষায়। প্রায়ই খুব ইচ্ছা করে তোকে কাছে ডাকতে।
আসবি কি ফিরে? বল, আসবি? খুব ভালোবাসি তোকে রেখা।
বেলাল, নরসিংদী


..নীলাঞ্জনা

তুই যেমন তোর প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারোনি, আমিও তেমন তোকে না ভেবে এক মুহূর্তও কাটাতে পারি না। কী করব বলো? তুই তো আমার ……..য়। নাহয় নাই বা পারলে আমায় ভালোবাসতে, সারাজীবন আমার সঙ্গে ভালোবাসার অভিনয়ও কি করে যেতে পারতি না তুই?
ইতি
ব্যাকুল প্রণয়ী

মনের কথাঃ- 
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের কথা’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:

বার্তা ও সম্পাদকীয় কার্যালয় :
৮৫/১, নয়াপল্টন (২য় তলা), মসজিদ গলি, ঢাকা-১০০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ১৮০ ৪৪৮
ই-মেইল : [email protected] & [email protected]