Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিকাল ৫টায় নববর্ষের অনুষ্ঠান শেষ করার নির্দেশ

খােলাবাজার ২৪,বুধবার, ৬ মার্চ ২০১৯ঃ পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান।

তিনি বলেছেন, বিকাল ৫টার পর রাজধানীসহ সারাদেশে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না।

কামাল বলেন, পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনসাধারণকে থাকতে দেয়া হবে না।

পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদেশের সব বৈশাখের অনুষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি।