খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৭মার্চ ২০১৯ঃসারা দেশে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে কতগুলো আইসিইউ-সিসিইউ ইউনিট রয়েছে, তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ এপ্রিলের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এই তালিকা দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে একটি আইসিইউ-সিসিইউ ইউনিট স্থাপন করতে কী পরিমাণ টাকা, কত জনবল ও কতজন বিশেষজ্ঞ প্রয়োজন হয়; সে বিষয় উল্লেখ করে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।