![]() |
প্রতিমন্ত্রী শনিবার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে বেঙ্গল মিডিয়া করপোরেশন প্রযোজিত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রোমান্টিক ও পারিবারিক ঘরানার চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও ভারতীয় বাংলা সিনেমার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তিনি বলেন, ‘যদি একদিন’ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালকসহ নায়ক-নায়িকারা সবাই খ্যাতিসম্পন্ন ও প্রথিতযশা। আশা করছি, চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাবে ও সমাদৃত হবে।
প্রিমিয়ার শো অনুষ্ঠান পরিচালনা করেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
শুভেচ্ছা বক্তৃতা করেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।