খােলাবাজার ২৪,রবিবার,১০ মার্চ ২০১৯ঃ আবাসিক এলাকায় গড়ে ওঠা অননুমোদিত সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ৬ মাসের মধ্যে সরিয়ে নিতে হবে।আর কখনও অনুমতি ছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
আবাসিক এলাকায় গড়ে ওঠা বার, রেস্টুরেন্ট, হাসপাতাল,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ক্যাম্পাসসহ, বিভিন্ন অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে ফেলতে এ নির্দেশ দেওয়া হয়েছে।