Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, সোজা হয়ে বসতে পারেন না : মির্জা আলমগীর

খােলাবাজার ২৪,রবিবার,১০ মার্চ ২০১৯ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাতে গিয়ে মির্জা আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, সোজা হয়ে বসতে পারেন না।’

বেগম খালেদা জিয়া দীর্ঘকাল গণতন্ত্রের জন্য লড়াই করেছেন-এ মন্তব্য করে বিএনপি মহসচিব বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে একজন নেতা, যিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করর জন্যে। যিনি তার সারাটা জীবন শুধু এই গণতন্ত্রের জন্যে লড়াই করেছেন। ব্যক্তিগত সুবিধা, পারিবারিক সুবিধা কোনো কিছুর দিকে লক্ষ্য করেননি। তাকে জেলে পুরে রেখে দিয়েছে একটি মিথ্যা মামলায়, গায়েবি মামলায়। এটা কোথাও কেউ শুনেছে কোনো কালে, দেখেছে কোনো কালে, আমি জানি না।’

মির্জা আলমগীর বলেন, ‘আমরা কেউ কল্পনাই করতে পারি না যে, একটি গণতান্ত্রিক বলে দাবি করে একটি রাষ্ট্রব্যবস্থা, একটা সমাজব্যবস্থা, যেখানে মানুষের কোনো অধিকার নেই, মৌলিক অধিকারগুলো নেই, কথা বলা যাবে না, অবিশ্বাস্য ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্র তার নাগরিককে জেলে পুরে দিবে।’

এ সময় সারা দেশে বিএনপি নেতকর্মীদের ওপর মামলার সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।