Fri. Aug 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,১০ মার্চ ২০১৯ঃ চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেই ভর্তির রসিদ বা এ ধরনের যেকোনো প্রমাণপত্র দেখিয়ে ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক্ষেত্রে ঢাবির নবায়ন করা পরিচয়পত্র না থাকলেও হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান শনিবার এ বিষয়টি নিশ্চিত করেন।

মাহফুজুর রহমান বলেন, হল আইডি কার্ড নবায়ন করা কোনো বিষয় না। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারাই ভোট দিতে পারবেন। তবে সে যে ওই হলের ছাত্র তার একটা প্রমাণ সঙ্গে রাখতে হবে। সেক্ষেত্রে পেইং স্লিপ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড রাখাই উচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনাবাসিক শিক্ষার্থীদের অনেকেরই হল পরিচয়পত্র নেই। অনেকের পরিচয়পত্র থাকলেও নবায়ন করা নেই। এতে অনেকেই ভোট দিতে পারবেন কি না তা নিয়ে হতাশায় ছিলেন।

অন্যরকম