Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,১০ মার্চ ২০১৯ঃ বাংলাদেশে প্রথমবারের মত জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড নিয়ে এসেছে প্রাইম ব্যাংক। ২০১৪ সালে প্রাইম ব্যাংক জাপানের জেসিবি কো: লি: এর জেসিবি স্ট্যান্ডার্ড ও গোল্ড ক্রেডিট কার্ড চালু করে।

জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড উদ্বোধন উপলক্ষে আজ ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রাইম ব্যাংক।
সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ এবং জেসিবি কো: লি: এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউচিরো কাদোওকি সহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেসিবি প্লাটিনাম কার্ডের মাধ্যমে কার্ড ব্যবহারকারীগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি প্রটোকল সুবিধা, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পাঁচ তারকা হোটেলে ইঙএঙ (বাই ওয়ান গেট ওয়ান) সুবিধা, ০% ইএমআই সুবিধা, প্রথম বছরে বার্ষিক ফি মওকুফ, ফ্রি সাপ্লিমেন্টারী কার্ড, স্বাস্থ্যবীমা সহ অনেক সুবিধা।

উল্লেখ্য, জেসিবি কার্ড বিশ্বের ২০ টিরও বেশী দেশ থেকে ইস্যু হয় এবং বিশ্বব্যাপী এটি ব্যবহার করা যায়।