খােলাবাজার ২৪,রবিবার,১০ মার্চ ২০১৯ঃ মার্চ ০৮, ২০১৯ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকায় ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক মেসার্স নাহিদ এন্টারপ্রাইজকে বিনিয়োগের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এস. এম. মনিরুজ্জামান, এ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের চেয়ারম্যান জনাব সৈয়দ মাহবুবুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম।