Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার, ১৩ মার্চ ২০১৯ঃ বছরব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক -এর ভিআইপি ব্যাংকিং গ্রাহক, ডাচ্-বাংলা ব্যাংক নেক্সাস প্লাটিনাম ও টাইটানিয়াম ক্রেডিট কার্ড গ্রাহকদের ‘Buy 01 Get 01 Free’ ভিত্তিতে Breakfast, Lunch and Dinner , খঁহপয ধহফ উরহহবৎ উপভোগের জন্য ওহঃবৎঈড়হঃরহবহঃধষ উযধশধ এবং ডাচ্-বাংলা ব্যাংক -এর মধ্যে মার্চ ১২, ২০১৯ তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

InterContinental Dhaka -এর মহাব্যবস্থাপক জেমস্ পি. ম্যাক ডোনাল্ড এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মোঃ শিরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকপত্র হস্তান্তর করেন।

এই চুক্তি স্বাক্ষরের ফলে ডাচ্-বাংলা ব্যাংক -এর ভিআইপি ব্যাংকিং গ্রাহক, ডাচ্-বাংলা ব্যাংক নেক্সাস প্লাটিনাম ও টাইটানিয়াম ক্রেডিট কার্ড গ্রাহকগণ সারাবছর InterContinental Dhaka  হোটেলে ‘Buy 01 Get 01 Free’ ভিত্তিতে Breakfast, Lunch and Dinner উপভোগ করতে পারবেন।

InterContinental Dhaka এর Marketing & Business Promotions পরিচালক শহিদুস সাদিক, Sales & Marketing পরিচালক রেজওয়ান মারুফ, ডাচ্-বাংলা ব্যাংকের Chief Retail Business Officer (CRBO) আবেদুর রহমান সিকদার, ই-বিজনেস ডিভিশন এর প্রধান জাহিদ উদ্দিন মোহাম্মদ আরিফ এবং উভয় প্রতিষ্ঠানের র্ঊধ্বতন র্কমর্কতাবৃন্দ উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।