Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ঃ মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয় ও তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গণতন্ত্র চর্চায় দেশের অন্যান্য স্থানের মতো উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়,  ভোটগ্রহন চলে টানা দুপুর ২টা পর্যন্ত।

উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ নির্বাচন যেন জাতীয় কোন নির্বাচনকে হার মানায়। সরেজমিনে ভোটমারী ও তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করছে।

ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ে ৮২৩ জন ভোটার প্রার্থীর সংখ্যা ২২জনের মধ্যে ৮ জন প্রতিনিধি নির্বাচিত হবে ও তেতুলিয়া মাদ্রাসার ৩৫০ ভোটার ৮ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষে ভোট প্রদান করে। এখানে মোট প্রার্থীর সংখ্যা ১৫ জন। তাদের মধ্য থেকে ৮ জনকে তারা নিজেরাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট চলবে।

ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরইসলাম নুরু বলেন, এ নির্বাচনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আগামী যে কোন নির্বাচনে ভোট প্রদানে দক্ষতা অর্জন করবে এবং তাদের মাধ্যমে তাদের পরিবারের ভোট প্রয়োগের উৎসাহ বাড়াবে। তিনি আরো বলেন, এ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দানের সোপান রচিত হবে।