Tue. Aug 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ঃ
আমার কিছুটা সময়
চোখের মায়া উঠল জলে ভরে তবুও আমি জল নিয়ে চোখে তোকে আনফ্রেন্ড করলাম !
বিকম্পিত উষ্ঠে উঠুক ফুটে লজ্জারাঙা অনুরাগ
আক্তার তুই আসবিনা আর কোনদিন, কোন  সময়।
হয়তো হবে না আর পাশাপাশি বসা কোনদিন ,
কোনদিন কর্ণে বাজবে না আমার নাম ও করুণ গীতি
চোখে চেয়ে স্বপ্নিল আকাশ পানে হবে না বিরচণ,
বলবো না আর বয়, আর কিছুটা সময়,
তোর ঘন চুলের সুমধুর ঘ্রাণ নিবনা আর চুপিচুপি।
সঙ্কলিত এই আমি্‌,

বিদায় বন্দু বিদায়…………

জানবে পৃথিবীর আকাশ, বাতাস,
রাতের তারাগুলি পড়বে আমার স্মৃতির ডায়েরী,
যাও সাজিয়ে আজ সেই স্মৃতির ভবিষ্যৎ।

বিদায় বন্দু বিদায়………

অন্যরকম