খােলাবাজার ২৪,শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ঃ আর কোনোদিন দেখা হবে না, এ কথা মনে হওয়ামাত্র বুকের ভেতর একটা মোচড় টের পাই। দম আটকে যাওয়া কষ্টের মোচড়। এই প্রথম বুঝতে পারি তোর প্রতি আমার সুপ্ত গভীর ভালবাসার টান। অথচ কতটাই বা দেখা হয়েছে তোর সাথে? সৌজন্য বিনিময় ছাড়া গভীর কোনো আলোচনায়ও যাইনি কোনোদিন। কোনো সংকটে, সমস্যায় সাহায্য করার সম্পর্কও ছিল !
তবু তোকে আনফ্রেন্ড করতে স্তব্ধ হয়ে যাই। সব কাজকর্ম থেকে হাত-পা গুটিয়ে জড় পদার্থের মত ম্লানমুখে বসে থাকি। নিজের সাথে নিজের সংলাপের সার-সংক্ষেপ তৈরি করে বুঝতে পারি, স্বল্পদেখা মানুষজনের প্রতিও আমার হৃদয়ে লুকানো থাকা গভীর ভালোবাসা।
https://www.youtube.com/watch?v=nOBrzcMw_Os
দৈনন্দিন ব্যস্ততায় নিজের কাছেই সেটা অজানা থেকে যায়। আর মুখ ফুটে সেই ভালবাসার কথা বলা হয় না। শিষ্টতার মুখোশ খুলে আক্তারকে বুকে জড়িয়ে বলা হয় না, ‘হেই আক্তার আমি তোমাকে ভালবাসি। যখন কারো মুখে তোর প্রশংসা শুনি, তখন মনে হয় এ আমার প্রশংসা। যখন তোর নতুন কোনো কৃতিত্বের খবর পাইবো তখন মনে হবে এটা হয়তো আমারই অর্জন। আনন্দে, গর্বে আবার বুক ভরে ওঠবে। আমি তোকে ভালবাসি আক্তার। প্রাণের গভীর থেকে ভালবাসি।’
কেন আমরা অকপটে ভালবাসার মানুষকে ভালবাসার কথা বলতে পারি না?