খােলাবাজার ২৪,শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলা আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার, আজ পিরোজপুর সদর উপজেলার ঐতিয্যবাহী চলিশা বাজারে সর্বস্তরের মানুষের সাথে ব্যাপক জনসংযোগ করেন।মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার প্রতীক পাওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে আনারস মার্কায় ভোট চেয়ে জনসমার্থন অর্জনে মতবিনিময় ও প্রচার শুরু করেছেন।
যুব সমাজের প্রতিনিধি হিশেবে সাবেক এই মেধাবী ছাত্রনেতা খোলাবাজার২৪ডট কমকে বলেন, পিরোজপুর জেলায় আমার রয়েছে বিশাল কর্মী বাহিনী রয়েছে আমার পারিবারিক ঐতিহ্য এবং আমার নিজের রাজনৈতিক কারনে পিরোজপুর সদরে আমার গ্রহনযোগ্যতা রয়েছে সর্বস্তরের মানুষের কাছে। আগামী ৩১ তারিখের উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশা করি। আমি নেতাকর্মী ও ভোটারদের সহযোগীতা এবং ভোট ও দোয়া কামনা করছি।পিরোজপুর সদর উপজেলার ঐতিয্যবাহী চলিশা বাজারে সর্বস্তরের মানুষের সাথে জনসংযোগ কালে মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার প্রতিশ্রুতি প্রদান করে বলেন, আমি নির্বাচিত হতে পারলে চলিশা বাজারকে আমি আধুনিক বাজেরে পরিনত করেদিব।
পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং দেশ পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর যে রূপরেখা দিয়েছেন তা পালন করে পিরোজপুর সদর উপজেলাকে একটি আধুনিক সহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার।