Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

গণভবনে আমার ‘কনসেনট্রেশন’ ঠিক ছিল না : ভিপি নুর

খােলাবাজার ২৪,রবিবার, ১৭ মার্চ ২০১৯ঃগণভবনে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের দেখে মনোযোগ নষ্ট হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুর এ মন্তব্য করেন। এ সময় তিনি পুনরায় ডাকসু নির্বাচন দাবি করেন।

গতকাল শনিবার শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যাওয়ার প্রসঙ্গ টেনে ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা প্রথম শুনেছিলাম যে, গণভবনে শুধু ডাকসু এবং হল সংসদের নিবার্চিত প্রতিনিধিরা যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখি, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত। তাদের দেখে আমি নিজের অস্বস্তি বোধ হয়েছে। আপনারা জানেন যে, স্বাভাবিকভাবে মানুষের একবার ‘কনসেনট্রেশন’ (মনোযোগ) নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের আর কথা বলার মুড থাকে না। তাই আমি সেখানে (গণভবনে) অনেক কথা বলতে পারিনি।’

নুর আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা সেখানে গিয়েছি। কারণ তিনি রাষ্ট্রের সবোর্চ্চ নির্বাহী ব্যক্তি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করার সে এখতিয়ার রয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পুনর্নির্বাচন নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডাকসুর ভিপি বলেন, ‘আমাকে ভুলভাবে উপস্থাপন করবেন না। আমি যেটা আগেই বলেছি যে, এত অনিয়ম-কারচুপির পরও ভিপি ও সমাজসেবা পদে আমরা জয়ী হয়েছি। সে জায়গা থেকে বলেছিলাম, অন্তত এই দুটি পদ বাদে বাকি পদগুলোতে নির্বাচন দিতে। তবে, এটা ছিল আমার ব্যক্তিগত বক্তব্য। কিন্তু আমরা দেখেছি যে, শিক্ষার্থীরা চাচ্ছে সব পদে পুনর্নির্বাচন। সে জায়গা থেকেই আমিও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বলছি, পুনর্নির্বাচন দেওয়া হোক।’