
নির্বাচন উপলক্ষে আজ সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ প্রসঙ্গে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন থেকে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্বাচনে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না।’
আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী, শনিবার মধ্যরাত ১২টার পর থেকেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ১৬ মার্চ রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মোটর সাইকেল চলাচল বন্ধ করা হয়েছে।
ইসি জনসংযোগ শাখার সহকারী পরিচালক আসাদুল হক জানিয়েছেন, ১৮ মার্চ ১২৯ উপজেলায় ভোটগ্রহণের তফসিল দেওয়া হয়েছিল।কিন্তু গোপালগঞ্জের পাঁচটি উপজেলার ভোট ২৪ মার্চ তৃতীয় ধাপে, দিনাজপুর সদরের ভোট চতুর্থ ধাপে ৩১ মার্চ ও গোবিন্দগঞ্জ উপজেলা ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া ৬টি উপজেলায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ১৮ মার্চ ১১৬ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে।
দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১১৬ উপজেলায় চেয়ারম্যান পদে প্রায় ৪শ, ভাইস চেয়াম্যান পদে পাঁচ শতাধিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশ`র মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।