খােলাবাজার ২৪,মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ঃ দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন ১ হাজার ৯০৯ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে ১ লাখ ৫২ হাজার ৭২০ টাকা আয় করেন (প্রতি ডলারে ৮০ টাকা ধরে)।
আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। গতবছর প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।
তবে এটি কোনও ব্যক্তির আয় নয়। মাথাপিছু আয় কোনও ব্যক্তির একক বা ব্যক্তিগত আয় নয়। একটি দেশের মোট আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয় বের করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের তথ্য জানান।
পরিকল্পনা কমিশনে ইআরডি সম্মেলন কক্ষে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘গত বছর মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার। এখন (২০১৮-১৯ অর্থবছর) মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৯০৯ ডলার। আগের চেয়ে ১৫৮ ডলার বেশি হয়েছে।’