Fri. Aug 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মুক্তিযোদ্ধাদের ২ হাজার ২শো উত্তরাধিকারী পেল ভারতীয় বৃত্তি

খােলাবাজার ২৪,বুধবার, ২০ মার্চ ২০১৯ঃ ভারত সরকার প্রতি বছরের মতো এবারও বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের বৃত্তি দিয়েছে। এ বছর দুই হাজার ২শো শিক্ষার্থী নতুন ও পুরনো প্রকল্পের অধীনে বৃত্তি লাভের জন্য নির্বাচিত হয়েছেন।

ভারতীয় হাইকমিশন নির্বাচিত প্রার্থীদের বৃত্তি দেয়ার জন্য মঙ্গলবার মিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল এমএম নারাভানি।

ভারত সরকার ২০০৬ সালে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ‘মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্প’ চালু করে। এ প্রকল্পের অধীনে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়। প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১১ হাজার ৩৩৬ শিক্ষার্থী উপকৃত হয়েছেন এবং এতে ব্যয় হয়েছে ১৭ কোটি ৪২ লাখ টাকা।

অন্যরকম