এ তথ্য জানিয়েছে, নিউজিল্যান্ডের গণমাধ্যম দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডে।
গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর ও লিউনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার ওই ঘটনা ফেসবুকে লাইভ করে হামলাকারী টরেন্ট। তিনি সেই দৃশ্য টানা ১৭ মিনিট ফেসবুকে লাইভ করেন।
ফেসবুক বলছে, হামলার লাইভ শেষ হওয়ার ১২ মিনিট পারও কেউ ভিডিওটি নিয়ে তাদেরকে রিপোর্ট করেনি। তবে হামলার ভিডিও মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করেও তা পারেননি বলে স্বীকার করেছে ফেসবুক।
প্রতিষ্ঠানটির গ্লোবাল পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মণিকা বিকার্ট হেরাল্ডকে বলেন, ‘হামলার ঘটনাটি যখন লাইভ করা হচ্ছিল তখন তা দেখে ২০০ জনেরও কম মানুষ। তাছাড়া ভিডিওটি লাইভ হওয়ার পর সেটি মুছে ফেলা পর্যন্ত আনুমানিক ৪ হাজার মানুষ তা দেখে।’
রবিবার ফেসবুক কর্তৃপক্ষ থেকে টুইটারে দেয়া এক বার্তায় জানায়, তারা মসজিদে হামলার পর গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে। তাছাড়া নৃশংস সন্ত্রাসী হামলার সেই ভিডিও তাদের প্লাটফর্ম থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে কাজ করে যাচ্ছে ফেসবুক।