খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারের নিহতের প্রতিবাদে আন্দোলনের মধ্যেই পল্টনে সড়ক দূর্ঘটনায় আরো ১ জন মারা গেলো।
বুধবার রাত সাড়ে ৯ টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাটি ঘটে পল্টন ব্যাংক এশিয়ার সামনে। এই ঘটনায় ওই গাড়ির চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে উপস্থিত জনতা।
জানা গেছে, করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রে ম-১৪-০৫১২। নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর।
ডিএমপি’র মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, ঘাতক পিকআপের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেওয়া হবে।