খােলাবাজার ২৪,শুক্রবার, ২২ মার্চ ২০১৯ঃনিউজিল্যান্ড সফরের হতাশা কাটাতে বিশ্বকাপের আগে আরেকটি টুর্নামেন্ট পাচ্ছে টাইগাররা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশী সিরিজ আয়োজন করেছে আয়ারল্যান্ড। ৫ মে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচ।
১৮ এপ্রিল বিশ্বকাপ স্কোয়ড ঘোষণা করবে বিসিবি। ফলে এই টুর্নামেন্টটি বিশ্বকাপ স্কোয়াড নিয়েই খেলবে বাংলাদেশ। দেখে নেওয়া যাক, ত্রিদেশী টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি—
তারিখ | ভেন্যু | ম্যাচ |
৫ মে, রোববার | ক্লন্টার্ফ | আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ |
৭ মে, মঙ্গলবার | ক্লন্টার্ফ | ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ |
৯ মে, বৃহস্পতিবার | মালাহিড | আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ |
১১, শনিবার | মালাহিড | আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ |
১৩ মে, সোমবার | মালাহিড | ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ |
১৫ মে, বুধবার | ক্লন্টার্ফ | আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ |
১৭ মে, শুক্রবার | মালাহিড | ফাইনাল |