Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ২৩ মার্চ ২০১৯ঃদীর্ঘ বিরতি শেষে জাতীয় দলে ফেরাটা সুখকর হলো না পর্তুগালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রথম ম্যাচেই পেয়েছেন হোঁচট। ইউরো ২০২০ সালের বাছাইপর্বের ম্যাচে একের পর এক আক্রমণ করেও ইউক্রেনের জালে বল পাঠাতে পারলো না পর্তুগাল।

শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও গতিময় ফুটবল খেলতে থাকে পর্তুগাল। কিন্তু পর্তুগালের জয়ের পথে বড় বাঁধা হয়ে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক। পুরো ম্যাচে ১৮টি শট করেছে পর্তুগাল, যার মধ্যে ৬টি ছিলো লক্ষ্য বরাবর। এর প্রত্যেকটি ফিরিয়ে দিয়েছেন পিয়াতভ। ফলে গোলশূল্য ড্র দিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দু’দলকে।