Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ২৩ মার্চ ২০১৯ঃ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। এরপরই শোবিজে পা রাখেন তানিয়া। ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘লাভার নাম্বার ওয়ান’, ‘আয়না সুন্দরী’, ‘যদি তুমি জানতে’ সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া নিয়মিতভাবে নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে হঠাৎ বিয়ে করেন তানিয়া। অনেকটা চুপিসারেই অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি।

বিয়ের পর বেশ খানিকটা সময় মিডিয়াতে সরব ছিলেন না তানিয়া। সাব্বির সিডনির একটি টেলিভিশনে কর্মরত। পাশাপাশি বেশকিছু টিভি নাটক প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় কাজ করতে গিয়ে পরিচয় হয় তানিয়ার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতে ২০১৭ সালের ৩০ জুন বাগদান হয় তাদের।

এ বিষয়ে গণমাধ্যমকে তানিয়া জানান, ১ বছর আগে দুই পরিবারের সম্মতিতে এই বিবাহবিচ্ছেদ হয়। তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়াতে কথা বলেতে চান না বলেও জানান এই তরুণ অভিনেত্রী।

সম্প্রতি তাকে আবারও শোবিজে সরব দেখা যাচ্ছে। এখন বৃষ্টি নিয়মিত অভিনয় করে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান।