Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ২৩ মার্চ ২০১৯ঃ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা টেপে মোড়ানো সোনার বার ভর্তি ৯টি প্যাকেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
৯টি প্যাকেটে ৪৮টি সোনার বার ছিল। শুল্ক অধিদপ্তর বলছে, এগুলোর ওজন সাড়ে ১৫ কেজির বেশি।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়। শুল্ক বিভাগ বলছে, সোনার দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলামের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষদের শৌচাগারের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে ওই সোনা আছে। এরপর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সোনা উদ্ধার করেন। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।