Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ২৩ মার্চ ২০১৯ঃ ২৩ মার্চ ২০১৯ পিরোজপুর জেলা স‌মি‌তি, ঢাকা কর্তৃক পি‌রোজপুর জেলার কৃ‌তি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাল‌য়ের মাননীয় মন্ত্রী  শ. ম. রেজাউল ক‌রিম, এম‌পি এর সংবর্ধনা অনুষ্ঠান আজ শ‌নিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জি‌নিয়ার্স ইন‌স্টি‌টিউশন, বংলা‌দেশ মিলনায়‌তনে অনু‌ষ্ঠিত হয়।

‘আনন্দ‌লো‌কে মঙ্গলা‌লো‌কে সত্য সুন্দরও’ গান‌টির সা‌থে সম‌বেত নৃত্য প‌রি‌বে‌শনের মাধ্য‌মে সংবর্ধনা অনুষ্ঠা‌নের সূচনা হয়।

অনুষ্ঠা‌নে সংব‌র্ধিত গৃহায়ন ও গণপূর্ত শ. ম. রেজাউল ক‌রিম, এম‌পি-‌কে আয়োজক‌দের পক্ষ থে‌কে ক্রেস্ট প্রদান করা হয় এবং উত্তরীয় প‌রি‌য়ে দেয়া হয়। প‌রে পি‌রোজপুর জেলার বি‌ভিন্ন উপ‌জেলার পক্ষ থে‌কে এবং বি‌ভিন্ন স‌মি‌তি ও সংগঠ‌নের পক্ষ থে‌কে সংব‌র্ধিত মন্ত্রী‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা সিক্ত হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল ক‌রিম।

পি‌রোজপুর জেলা স‌মি‌তি, ঢাকা’র সভাপ‌তি সা‌বেক স‌চিব এম শামসুল হ‌কের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পি‌রোজপুর-৩ আস‌নের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, সা‌বেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার, আইই‌বি এর সভাপ‌তি এবং বাংলা‌দেশ আওয়মী লী‌গের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক প্র‌কৌশলী অবদুস সবুর, আইই‌বি এর সাধারণ সম্পাদক প্র‌কৌশলী খন্দকার মনজুর মো‌র্শেদ, ক‌বি পারভীন রেজা প্রমুখ।

সংবর্ধনা উদযাপন ক‌মি‌টির আহ্বায়ক এ্যাড‌ভো‌কেট তালুকদার জি. ক‌বির এবং সংবর্ধনা উদযাপন ক‌মি‌টির সদস্য স‌চিব প্রকৌশলী সু‌নির্মল মন্ডল-সহ অন্যা‌ন্য‌দের ম‌ধ্যে সরকা‌রি-‌বেসরকা‌রি প্র‌তিষ্ঠা‌নে বি‌ভিন্ন পেশায় কর্মরত ‌পি‌রোজপু‌রের সা‌বেক ও বর্তমা‌নে কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।